মেঘনা প্রতিনিধি।।
মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান গোবিন্দ পুর ইউনিয়ন তথা মেঘনাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বানীতে তিনি বলেন
“দিনে গরম রাতে শীত, সামনে আসছে কোরবানির ঈদ। সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল। ঈদে থাকবো হাসিখুশি, আপনাদের চাই পাশাপাশি”
“কিগো চাঁদ তুমি কি খুশি নিয়ে এলে? খুশির অভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিল কত অপেক্ষা তাই বুঝি দিলে ১ বছর পর দেখা। ঈদ মোবারক”