বিপ্লব সিকদার :
পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদকের আভিযানিক টিম। আজ রোববার (১৪ জুলাই) দিনাজ পুর পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোর ডিজেল ট্যাংক হতে ৬ লাখ লিটার ডিজেল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করার সময় এ জিজ্ঞাসাবাদ করছেন। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আকতারুল ইসলাম আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানকালে সরেজমিনে যমুনা অয়েল কোম্পানী লিমিটেড -এর ডিজেল ট্যাঙ্ক নং ২ ও ১০ পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট অফিস হতে TSLR রেজিস্টার, ইনভয়েস, গেট পাস রেজিস্টার ও অন্যান্য দলিলাদি সংগ্রহ করা হয়। এছাড়াও গত ১ জুলাই উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন -এর অডিট টিমের অডিট রিপোর্ট সংগ্রহ করা হয়।