September 14, 2024, 7:03 am
সর্বশেষ:
সৌদিতে কোটা আন্দোলনের দায়ে পুলিশের হাতে আটক হওয়া মেঘনার মেহেদী এখনো জেলে আমাদের অনুমতি ছাড়া মানববন্ধন – সভা হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মেঘনায় অনিয়ম বন্ধের ঘোষণা দিলেন ওসি আব্দুর রাজ্জাক মেঘনায় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতা নৌকার প্রচারণা ক্যাম্পে নিবন্ধনপ্রত্যাশী নতুন দলের চাপে ইসির গেটে কড়াকড়ি অস্ত্র উদ্ধারে অভিযান বুধবার রাত বারোটা থেকে: স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা জিকিরের মধ্য দিয়ে বন্যার্তদের উপহার সামগ্রী প্রস্তুতি

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উদ্যোগে গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় আজীবন দাতা সদস্য আমেরিকা প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদের অধিকাংশ আর্থিক সহায়তায় ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’ এর উদ্যোগে কান্দারগাঁও গ্রামের মৃত বাচ্চু তালুকদারের ছেলে গৃহহীন রমজান মিয়ার পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘সংগঠনটির উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অবঃ) কিবরিয়া আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, আজীবন দাতা সদস্য, সিনিয়র আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন। তারই উপস্থিতিতে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।

জানা যায়, ২০১৬ সাল থেকে এ যাবত বিভিন্ন সময়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঘরবাড়ি, নগদ অর্থ প্রদান, শিক্ষার্থীদের ড্রেস, মসজিদ- মাদ্রাসায় আর্থিক সহায়তা, হতদরিদ্র পরিবারকে সেলাই মেশিনসহ বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে থাকার কারণে সংগঠনটি এই উপজেলায় আলোচনার ঝর উঠেছে।

সাধারণ সম্পাদক আব্দুল গাফফার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম শিবলী রেজা, উপদেষ্টা আমেরিকান প্রবাসী রিপন সরকার, সভাপতি নাছরিন সুলতানা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. সাইফ উদ্দিন রতন, প্রেসিডিয়াম সদস্য কুয়েত প্রবাসী হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মো. করিম।

অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উচ্চমান সহকারী ও বিশেষ শুভাকাঙ্ক্ষী মো. ইমাম হোসেন, কার্যকরী সদস্য ও সহ-সভাপতি সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সিহাব, কার্যকরী সদস্য বাদশাহ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা