June 22, 2025, 8:47 am

মেঘনায় অটোরিকশা চুরি

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশা চুরি হওয়ায় খবর পাওয়া গেছে। গতরাতে উপজেলার বৈদ্যনাথপুর বাজারের একটি গ্যারেজ থেকে চুরি হয়েছে। অটোরিকশার বৈদ্যনাথপুর গ্রামের দরিদ্র সামাদ মিয়া। পরিবারের চাহিদা মেটাতে একমাত্র বাহন এই অটোরিকশা টি চুরি হওয়ায় সামাদ মিয়া এখনও পাগল প্রায়। তিনি আইনশৃঙ্খলা বাহিনী,প্রশাসন সহ সকলের সহযোগিতা চেয়েছেন।

সামাদ মিয়াঃ 01933-014330 ** 01921-58364


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা