December 2, 2024, 10:11 am
সর্বশেষ:
মেঘনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩ রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের: তারেক রহমান মেঘনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ নির্বাচনের রোডম্যাপ দিলে জনগণ আশ্বস্ত হবে: খন্দকার মোশাররফ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্তের ঘোষণা  মাছের প্রজননে বাধা দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে: মৎস্য উপদেষ্টা বাধার মুখে বন্ধ হলো নারায়ণগঞ্জের ‘সাধুসঙ্গ ও লালন মেলা’ ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬ ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার

ঈশ্বরদীর পাকশীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

 

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।

পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম মানিক হোসেন (৪০)। তিনি রূপপুর এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মানিক রূপপুর মোড়ে প্রিমিয়ার ব্যাংকের কাছে তার বসতবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ৮-১০ জন যুবক পায়ে হেঁটে এসে তার ওপর হামলা চালায়। মানিক দৌড়ে তার বাড়ির পেছনে গেলে সেখানেই একাধিক গুলি চালিয়ে তাকে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা বলেন, ঘটনার পরপরই এলাকায় এসে তদন্ত ও মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি।

ইশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নিহত মানিক হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ মামলায় জামিন পেয়ে বের হয়ে এসেছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা