July 9, 2025, 5:52 am
সর্বশেষ:
গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি?

ঈশ্বরদীর পাকশীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

 

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।

পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম মানিক হোসেন (৪০)। তিনি রূপপুর এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মানিক রূপপুর মোড়ে প্রিমিয়ার ব্যাংকের কাছে তার বসতবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ৮-১০ জন যুবক পায়ে হেঁটে এসে তার ওপর হামলা চালায়। মানিক দৌড়ে তার বাড়ির পেছনে গেলে সেখানেই একাধিক গুলি চালিয়ে তাকে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা বলেন, ঘটনার পরপরই এলাকায় এসে তদন্ত ও মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি।

ইশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নিহত মানিক হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ মামলায় জামিন পেয়ে বের হয়ে এসেছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা