মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা আগামী ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। খেলাটি বৈদ্ধনাথপুর যুব সমাজের উদ্যেগে খেলায় চট্রগ্রাম বিভাগ বনাম ঢাকা বিভাগের মধ্যে লড়াই হবে। খেলায় ঢাকা -চট্রগ্রাম সহ দেশের তারকা কুস্তিগিররা অংশগ্রহণ করার কথা রয়েছে । রয়েছেন আকর্ষণীয় পুরুস্কার। আয়োজক কমিটি খেলাকে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। খেলাটি বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ব্যপী চলবে। খেলায় পুরু স্কার হিসেবে থাকবে
১.প্রথম পুরস্কার –১ টি গরু
২.দ্বিতীয় পুরস্কার ১ টি খাসি
৩.তৃতীয় পুরস্কার ৫ টি টিভি
৪.চতুর্থ পুরস্কার ১০ টি মোবাইল
৫.পঞ্চম পুরস্কার ৩০ টি কলস।
খেলায় সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
স্থান :মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আল্লাহ ভরসা মাজার সংলগ্ন।
যোগাযোগ : ০১৯১৯৪০৯২১১
০১৯০৭৭১৯২৯৩