• মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাপ আতঙ্কে মেঘনা সাব-রেজিস্টারের অস্থায়ী অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থানান্তরের দাবি জনসাধারণের কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ, উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে প্রধান অতিথির কঠোর সমালোচনা গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এখানে যদি দুর্নীতি চায় কি না—এমন গণভোট করি শতভাগ মানুষ ভোট দেবে ‘চাই না’ : দুদক চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম

শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না

নিজস্ব সংবাদ দাতা / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা।।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন,নিহত পরিবারগুলো পুনর্বাসন করতে হবে। সরকার শহীদ পরিবারকে ৫ লাখ করে টাকা দিচ্ছে। শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে।’

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজীব আহসান বলেন, ২৪–এর অভ্যুত্থানের ৬ মাস হয়েছে। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে।

’মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব মমিনুর রহমান বাবু।সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না, কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক্‌স্বাধীনতা ফেরত চায়। মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। তারেক রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য। তাই আমরা করে যাচ্ছি।’

সমন্বয়কদের ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, ‘কথায় কথায় বলছে ’২৪–এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে উঠিয়ে নিব। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ ভালোভাবে নেয় না। উনারা ভুল করছেন। আমরা যখন বলছি, তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়।

সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে, তাদের এখন অনেক বন্ধু। এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না।’

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন