হোমনা(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) এ সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মো. মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল নির্বাচিত হয়েছেন। এবং পৌর বিএনপি সভাপতি মো. ছানা উল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের নাম ঘোষনা করা হয়।
সকাল ১০ টার দিকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় অতিথিরা বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করে সম্মেলনের প্রথম অধিবেশনের সূচনা করেন।
সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করতে হবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে গ্রামে গঞ্জে পৌর এলাকায় দলের ইমেজ তৈরি করতে হবে, জনগণ যাতে মনে করে আগামী দিনে সরকার গঠনে বিএনপি একটি উৎকৃষ্ট দল।
হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া।
উপজেলা বিএনপির. যুগ্ন আহ্বায়ক মো. শাহ আলম হিমেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকতার হোসেন সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মূন্সি, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মাকসুদা আক্তার রীমা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ,মেঘনা উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি , হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেলল হক মুকুল, পৌর বিএনপির আহবায়ক মো. ছানা উল্লাহ সরকার, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো. জাকির হোসেন জ্যাকি, আবদুল আজিজ খন্দকার সাব মিয়া, মো. আলমগীর সরকার, মো. শাহ আলম, মো. শাহজাহান মোল্লা, সাইদুল হাসান শাহিন, আবু নাসের ওয়াহেদ সম্পদ, সাইফুল ইসলাম রাজা,শেফালী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা প্রমূখ।