February 21, 2025, 1:55 pm
সর্বশেষ:
মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করতে হবে: ভিপি নূর

ডেস্ক রিপোর্ট।।

অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই অপারেশনের মাধ্যমে দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করে দিতে সবাই মিলে কাজ করতে হবে। তবে, নিরীহ কোনো মানুষের সঙ্গে অন্যায় করা যাবে না। কারও বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ও বিল্ডিং ভেঙে দেওয়াকে গণঅধিকার পরিষদ সমর্থন করে না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, গত ১৬ বছরে ভিন্নমত ও বিরোধীদলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম, খুন, হত্যাযজ্ঞ চালানোর পরেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই। যার ফলে জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার ভারতের প্রেসক্রিপশনে এখনও বাংলাদেশে অরাজকতা তৈরি করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছে। অথচ, মূল নেতারা দেশ থেকে পালিয়ে গেছে। কাজেই দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা নির্যাতন করেননি তারা জনগণের কাছে ক্ষমা চান।

আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এটা না করলে বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে।

ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, গুটি কয়েক ছাত্র নেতারা আন্দোলনকে ব্যবহার করে দল করতে চাচ্ছে। বাকিদের অবদানকে অস্বীকার করে এ মানসিকতা যারা পোষণ করছেন তারা বিভাজন তৈরি করছেন। এ বিভাজন আমরা চাই না।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানোর। কালো টাকা, পেশিশক্তি দেখিয়ে সেই রাজনীতি এ দেশে আর হতে দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখন মানুষ আবারও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এ লক্ষণ কিন্তু ভালো না। যারা এমন করছেন আওয়ামী লীগের দিকে তাকান। আবারও যদি পুরোনো রাজনীতির পথে হাঁটি এ দেশের মানুষ আবারো রুখে দাঁড়াবে।

নুরুল হক নুর বলেন, এদেশে কেউ ভারতের গোলামী করে, কেউ পাকিস্তানের গোলামি করে, কেউ আমেরিকা ও চীনপন্থি হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থি হতে হবে।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা