নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর মিরপুরে অবস্থিত বসির উদ্দিন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া।
গত ৩ ফেব্রুয়ারি এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত পত্রে অনুমোদন আগামী ছয় মাসের জন্য সভাপতি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন । সোমবার (১০ ফেব্রুয়ারি) এ অনুমোদন করা হয়েছে। পত্রে বলা হয়েছে আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানকে সুষ্ঠু পরিবেশে পরিচালনার জন্য গভর্নিং বডির পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। এদিকে এ খবরে মেঘনা উপজেলা সহ দেশের বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ অধ্যক্ষ সেলিম ভুইয়া কে অভিনন্দন জানান।