April 16, 2025, 3:32 am

মেঘনা গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা গ্রুপ ও একাত্তর টিভি চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন হেফাজত নেতা মাওলানা মুশফিকুর রহমান। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর গণহত্যা উসকে দেয়ায় এ অভিযোগ দাখিল করা হয়।

মঙ্গলবার হেফাজতে ইসলামের পক্ষে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগটি দাখিল করেন। অভিযোগে অপর আসামি হলেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা।

অভিযোগে বলা হয়, একাত্তর টিভি ও মেঘনা গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল তার পরিচালিত টিভি চ্যানেলের মাধ্যমে হেফাজতে ইসলামের রাজধানীর মতিঝিলের শান্তিপূর্ণ মহাসমাবেশের হত্যাকাণ্ডে প্ররোচনা, উসকানি, পরিকল্পনা ও অর্থায়নে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে প্রচ্ছন্ন সহযোগিতা ও সমর্থন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগটি দায়ের করা হয়। বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দেয়া তৌহিদি জনতাকে সমূলে হত্যা বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র দ্বারা আইন-শৃংখলা বাহিনী ও আওয়ামী লীগের নির্বিচারে গুলিবর্ষণ করে সাধারণ নিরীহ নিরস্ত্র হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও তৌহিদি জনতাকে হত্যা, নির্যাতন, আটক ও গুমের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা  হয়।

অভিযোগে আরো বলা হয়, দেশের নিরীহ ইসলামপন্থি ছাত্র-জনতাকে আওয়ামী লীগের বিগত ১৬ বছর বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা,তাদের জঙ্গী হিসেবে প্রমাণ করার চেষ্টা করাসহ ফ্যাসিস্ট হাসিনার জঘন্য কার্যকলাপকে জায়েজ করতে সচেষ্ট ছিল মোস্তফা কামালের একাত্তর টিভি। যার কারনে বিভিন্ন দেড় যুগ দেশের ওলামা সমাজের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং তাদের বিভিন্নভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন, ব্যাপক হয়রানি করা হয়। এদিকে বিগত হাসিনা সরকারের সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা