April 24, 2025, 1:43 pm
সর্বশেষ:
ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহবস্থান আমাদের কাম্য মেঘনায় চাঁদাবাজদের ধরতে গিয়ে ১১ রাউন্ড গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ আমাদের দেশে বড় দুর্নীতি হয় ক্রয় সংক্রান্ত কার্যক্রমে : দুদক নলচরের গুন্ডা পান্ডাদের প্রতিরোধ করতে না পারলে হাতে চুড়ি পরে চলে যাবো : আজহারুল হক মেঘনায় খাল খননের অভাবে পানি সংকট, কয়েক শত বিঘা ফসলী জমি অনাবাদির শঙ্কা মেঘনায় আজকের পর থেকে অবৈধ বালু উত্তোলন হবেনা : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় বৃষ্টিতে ধসে পরেছে কলেজের সড়ক শুক্রবার ভিপি নুর আসছেন মেঘনায় টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে

মেঘনায় চাঁদাবাজদের ধরতে গিয়ে ১১ রাউন্ড গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজদের চালিভাঙ্গা  নৌ পুলিশের একটি দল ধাওয়া  করেন। চাদাবাজরা উল্টো দেশীয় লাঠিসোঁটা ,টেটা, চল,রামদা নিয়ে পুলিশকে পালটা ধাওয়া দিলে   পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে  আত্মরক্ষায় পুলিশ ১১ রাউন্ড গুলি চালিয়ে নিরাপদে সরে যায়। গতকাল  বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজমগীর হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন। ফাঁড়ি সূত্রে জানা যায়    নিয়মিত নদী টহলের সময় তাঁরা দেখতে পান, একটি স্পিডবোটে থাকা ৮-১০ জন ব্যক্তি বালুবাহী বাল্কহেড ও অন্যান্য ট্রলারে চাঁদা তুলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও একটি স্পিডবোট ও তিনটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১৮-২০ জন দেশীয় অস্ত্রসহ পুলিশের দিকে তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চাঁদাবাজদের লক্ষ্য করে পুলিশ  ৭ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড সিসা বুলেট ছুড়ে  এরপর নিরাপদ দূরত্বে সরে আসে পুলিশের আভিযানিক দল। পরিদর্শক আজমগীর হোসাইন বলেন  ‘আমরা চাঁদাবাজদের দমন ও নদীপথ নিরাপদ রাখতে নিয়মিত টহলে থাকি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।এ সময় অভিযানে ওসি আজমগীরের সাথে  ছিলেন এসআই একেএম নূরুল হক হাওলাদার, কনস্টেবল তানভীর আহমেদ, কুসুম দেব ও মো. সাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা