August 30, 2025, 8:12 am

মেঘনায় ভুমি দখলের উদ্দ্যেশ্যে ভয়ভীতি প্রদর্শনসহ ১৪ টি গাছ কাটার অভিযোগ

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় ভুমি দখল করার জন্য জোর পূর্বক গাছ কাটার অভিযোগে ৬  জন নামীয় অজ্ঞাত ৩-৪জনের বিরুদ্ধে মেঘনা থানায় অভিযোগ করেছে । উপজেলার মানিকার চর ইউনিয়নের বল্লভের  কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার ১ মে মো.রাসেল বাদী হয়ে মেঘনা থানায় এ অভিযোগ করেছেন। অভিযোগ পত্র অনুযায়ী বিবাদীরা হলেন বল্লভের কান্দি গ্রামের মো.অহিদ মিয়া (৫৫) আবুল মিয়া, জলিল মিয়া, শহিদ মিয়া, আমির হোসেন, মো.মেহেদী হাসান সহ অজ্ঞাত ৩-৪ জন। অভিযোগে বলা হয় লস্তিমানিকা মৌজার ১০৮৮ দাগের ৬ শতক ভুমিতে ওয়ারিশ সুত্রে মালিক হয়ে ঘর বাড়ি তৈরি করে এবং বিভিন্ন গাছ লাগিয়ে ভোগ দখল করা ভুমিতে গত বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জোর পূর্বক ভুমি দখল করার উদ্যেশ্যে হুমকি, ধামকি, ভয়ভীতি প্রদর্শন করে ১৪ রোপণ করা গাছ কেটে ফেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা