• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার সন্তান, কেন্দ্রে তাঁর রাজনীতি পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস নষ্ট উপজেলা মেঘনা : নষ্টালজিক উন্নয়ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প মেঘনায় সড়কহীন দড়িকান্দি দক্ষিণ পাড়া: পাঁচ দশকের অবহেলা বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা সরাসরি সংযুক্ত করা হবে : ড. খন্দকার মারুফ হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ হাসানের মাতৃবিয়োগে কুমিল্লা উত্তর জেলা নেতৃবৃন্দের শোক শোকের ভারে নত একাই দেশনায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের শোক

খদ্দের এখন রুপালীর ঘরে

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

নাজমা আক্তার :

রাজনীতির বাজারে এখন খদ্দেরের কদর সবচেয়ে বেশি। নেতা বদলায়, দল পাল্টায়, ক্ষমতার চেহারা পাল্টায় — কিন্তু খদ্দেরের চাতুর্য রয়ে যায় অটুট। সে ঠিকই বুঝে যায় কোথায় গেলে কিছু মিলবে, কোথায় গেলে সুযোগ আর সুবিধা মিলিয়ে ভাগ্যের চাকা ঘোরে। আর তাই সে আজ “রুপালীর ঘরে”।

রুপালী মানে কি?
রুপালী হচ্ছে সেই ঘর — যেখানে এখন ক্ষমতা, এখন পদ, এখন টাকার ছড়াছড়ি। এটি হতে পারে সরকারি দপ্তর, কোনো জনপ্রতিনিধির অফিস, কিংবা সরাসরি ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়। রুপালী প্রতীক হয়ে দাঁড়ায় সে সকল স্থানে, যেখানে আদর্শ নয়, বরং সুবিধাই সব।

খদ্দেররা আদর্শে নয়, অবস্থানে বিশ্বাসী। কাল যারা শপথ নিয়েছিল “সংবিধান বাঁচাতে হবে”, আজ তারা বলে “দেশের উন্নয়নে কোনো বিকল্প নেই।” যারা একদা মাইক ফাটিয়ে বলেছিল “তত্ত্বাবধায়ক চাই”, আজ তারা নৌকার পেছনে দাঁড়িয়ে ফ্লাইওভারের ছবি পোস্ট দেয়।

আদর্শ বদলায় না, খদ্দের বদলায়

রাজনৈতিক মাঠে এখন সত্যিকারের কর্মীদের চেয়ে বেশি দেখা যায় এই খদ্দেরদের। তারা নেই মিছিলের প্রথম সারিতে, নেই সংগ্রামের প্রান্তরে, কিন্তু হঠাৎ করে দেখা যায় — তারা জেলা কমিটির উপদেষ্টা, ঠিকাদারির তালিকায় প্রথম, বা সরকারি টেন্ডারের ‘বিশ্বস্ত মুখ’।

এদের চেহারা বদলায়, পরিচয় বদলায়, কিন্তু চরিত্র নয়।
আজ তারা সরকারি দলের লোক, কাল বিরোধী দলের সভায় গলা চড়াবে। আবার পরশু কোন বিদেশি সংস্থার ‘সিভিল সোসাইটি প্রোগ্রাম’-এ বক্তা হিসেবে অংশ নেবে। এটাই খদ্দেরের রূপ — বহুরূপী, সুবিধাবাদী, আদর্শহীন।

কে দেবে জবাবদিহিতা?

প্রশ্ন হলো — এই খদ্দেরদের দৌরাত্ম্য কেন? কারণ, রাজনীতির প্রধান মঞ্চেই এখন আদর্শ নয়, খদ্দেরতন্ত্রের স্থান। দলগুলোও এখন খদ্দেরকে ভালোবাসে — কারণ সে মঞ্চ সাজায়, হল ভরায়, পোস্টার লাগায়, লাইক-কমেন্ট বাড়ায়। আদর্শবান, ত্যাগী নেতাকর্মী এখন কোণঠাসা।

কিন্তু ইতিহাস বলে — খদ্দের কখনো শেষ রক্ষা করতে পারে না।
যে দল বা নেতৃত্ব খদ্দের দিয়ে রাজনীতির সৌন্দর্য সাজায়, একদিন ঠিকই সেই খদ্দেরই হয়ে দাঁড়ায় ‘ভাঙনের নায়ক’। কারণ এরা কারো নয়। স্রোত যেদিকে, খদ্দের সেদিকেই। আদর্শ যেখানে ডুবে যায়, খদ্দের সেখানেই ভেসে ওঠে।

শেষ কথা হলো আজ যিনি গর্ব করে বলেন — “খদ্দের এখন রুপালীর ঘরে”, কাল তিনিই আফসোস করে বলবেন — “আমরা কাউকে চিনতেই পারিনি”।
রাজনীতিকে বাঁচাতে হলে, খদ্দেরের ঘর নয় — প্রয়োজন আদর্শের ঘর।

লেখক – সমাজ কর্মী, বিশ্লেষক 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন