হাবিবুর রহমান খোকন :
কুমিল্লার দেবিদ্ধার উপজেলার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদ নুরিয়া হাফিজি ও এতিমখানার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মোঃ মবিন, সাধারণ সম্পাদক এডভোকেট মো ইসমাইল হোসেন এম,এস,এস,(ফাস্ট ক্লাস) এল এল বি,এল এল এম( ইবি, কুষ্টিয়া) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা।জজকোর্ট, কুমিল্লা। ক্যাশিয়ার মোঃ কুদ্দুস মিয়া ও শহিদুল ইসলামসহ ১৩ সদস্য বিশিষ্ট এডহক কমিট করা হয়েছে । এলাকার মুসুল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে আগামী দুই বছর জন্য কমিটি করা হয়।