• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনা-গণমাধ্যমকর্মীদের মতবিনিময়ে মেঘনায় অপরাধীচক্র চাপে মদদদাতারা আতঙ্কিত বিভেদ নয়, দিকনির্দেশনার রাজনীতি চান তারেক রহমান মেঘনা উপজেলার সংবাদকর্মীদের সঙ্গে সেনা ক্যাম্প কমান্ডারের মতবিনিময় মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা

নিজস্ব সংবাদ দাতা / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

বাংলাদেশের গ্রামীণ জনপদে এক নতুন ধরণের ‘নিরব দুর্বৃত্তায়ন’ চলছে—যেখানে সাধারণ মানুষের স্বপ্ন, শ্রম, ও সঞ্চয়ের প্রতীক ‘জমি’ হয়ে উঠছে এক শ্রেণির অসাধু প্রভাবশালীদের টার্গেট। প্রভাব খাটিয়ে, দলীয় পরিচয়ে ছত্রছায়া নিয়ে কিংবা নকল দলিল-পর্চা দেখিয়ে দিনের পর দিন কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের বসতভিটা, চাষের জমি কিংবা পৈত্রিক সম্পত্তি।

এই চক্র শুধু জমিই দখল করছে না—তারা গ্রামের শান্ত সমাজকে ভয়, অনিশ্চয়তা ও দুর্বিষহ এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নিচ্ছে তারা, আর প্রশাসনের নিরবতা কিংবা দুর্বলতা এই অন্যায়কে দিন দিন আরও পোক্ত করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাংশের নিষ্ক্রিয়তা, স্থানীয় রাজনৈতিক ছত্রছায়া এবং প্রভাবশালীদের জোটবদ্ধ ভূমিকা এই অপরাধগুলোকে আরও শক্তিশালী করেছে।

প্রশ্ন হলো—এই দেশে একজন সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় দাঁড়িয়ে নিজের অধিকার নিয়ে লড়বে?

গ্রামের নিপীড়িত মানুষের এই দীর্ঘশ্বাস, এই ক্ষোভ আর কষ্ট—এটা শুধু কোনো একটি অঞ্চলের নয়, এটা বাংলাদেশের হাজারো গ্রামের গল্প। এখন সময় এসেছে প্রশাসন, বিচার বিভাগ ও সুশীল সমাজের একত্রে দাঁড়াবার। জমি দখল, প্রতারণা ও সামাজিক প্রভাব খাটিয়ে অধিকার হরণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

যদি আমরা আজ কঠোর না হই, যদি আমরা প্রতিরোধ না গড়ি—তবে আগামী দিনের গ্রাম হবে দুর্বৃত্তের উপনিবেশ, আর সুশাসনের স্বপ্ন হবে শুধুই কাগুজে প্রতিশ্রুতি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন