August 26, 2025, 9:04 pm

দুদকের অভিযানে ধরা পড়ল সরকারি দপ্তরে অনিয়ম

বিপ্লব সিকদার।।

দুদক দেশের তিন জেলায় পৃথক অভিযানে সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির চিত্র উন্মোচন করেছে।২৬ আগষ্ট (মঙ্গলবার) পৃথক অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক ও ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট-এ দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রির সময় ঘুষ আদায়ের অভিযোগে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।সিলেটের বিয়ানীবাজার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার না পাওয়া, ওষুধ সরবরাহে অনিয়ম এবং অ্যাম্বুলেন্স চালকের নিয়মভঙ্গসহ নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।তিনটি অভিযানের প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দুদক কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা