• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

তিনটি দপ্তরে দুদকের অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে তিনটি অভিযোগের প্রেক্ষিতে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  প্রথম অভিযানে বন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সাথে অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগের বিষয়ে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি টিম বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ, ঢাকা কার্যালয়ে অভিযান পরিচালনা করে এবং এ সময় অতীতের আমদানিকৃত পাখির সংখ্যা, পরিদর্শন প্রতিবেদন, আমদানিকারকদের প্রদানকৃত এনওসি ও অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড সংগ্রহ করা হয় যা যাচাই শেষে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। দ্বিতীয় অভিযানে কুষ্টিয়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে একটি টিম অভিযান চালায়, সিভিল সার্জনের কার্যালয় থেকে নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের পাশাপাশি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ও আবাসিক রোগীদের সাথে কথা বলে নির্ধারিত টেস্ট সেবার প্রাপ্যতা এবং এক্সরে মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করে যেখানে প্রাথমিক পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা মেলে এবং সংগৃহীত তথ্য ও নথি পর্যালোচনা শেষে কমিশনের নিকট প্রতিবেদন দাখিল করা হবে। তৃতীয় অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, কার্যাদেশ প্রদানে অনিয়ম এবং ঠিকাদারদের নিকট ঘুষ দাবির অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে অভিযান পরিচালিত হয়, সাজেকের গাড়ি পার্কিং প্রকল্প, জেলা পরিষদের টোল আদায়, বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ প্রকল্প ও অন্যান্য টেন্ডার সংক্রান্ত নথি সংগ্রহের পাশাপাশি পরিষদ সদস্যদের জবাবদিহিতা ও প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়, যেখানে প্রাপ্ত নথি ও তথ্য যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন