September 17, 2025, 7:20 pm
সর্বশেষ:
মুহূর্তের কবিতা : শাহীন রেজা কুয়েতে প্রবাসী ইলিয়াস মিয়ার মর্মান্তিক মৃত্যু: রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তি করার অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকার আলেক শাহর ছেলে। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। থানা সূত্রে জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে সকাল ১০টা ৫২ মিনিটে আপত্তিকর পোস্ট দেন, যা ইসলাম ধর্ম অবমাননার শামিল এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ঘটনায় স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা থানায় উপস্থিত হন। জানা যায়, এর আগেও গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন একটি পোস্ট দিয়েছিলেন, যা এলাকায় ক্ষোভ সৃষ্টি করে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীজি (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেফতার মহসিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা