• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

একটি গণমিছিলেই হযবরল বিএনপি হলো সুসংগঠিত, মেঘনায় ঐক্যের জোয়ার

বিপ্লব সিকদার, দিলীপ দাস। / ৩০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিপ্লব সিকদার / দিলীপ দাস :

কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বল্প সময়ে আয়োজন করা হলেও এই গণমিছিল শুধু উপস্থিতির দিক থেকে নয়—দীর্ঘদিনের হযবরল ও বিভক্ত স্থানীয় বিএনপিকে সু-শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করতেই বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

গণমিছিলকে ঘিরে উপজেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন, তোরণে সজ্জিত করা হয় প্রধান সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অভ্যন্তরীণ পথগুলোও। সপ্তাহজুড়ে ঘরে ঘরে দলের নেতাকর্মীদের জনসংযোগ ও প্রচারণায় মেঘনার সর্বত্র সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

উপজেলার প্রতিটি গ্রাম থেকে নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গণমিছিলে যোগ দিতে ছুটে আসেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার আকাঙ্ক্ষায় সাধারণ মানুষও ভিড় করেন মিছিলে। অনেকেই সাংবাদিকদের বলেন—“বরেণ্য রাজনীতিক ড. মোশাররফকে দেখতে মানুষ আজ মাঠে নেমেছে। দীর্ঘদিন পর তাঁকে কাছে পাওয়ার অনুভূতি আলাদা।”

মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়াসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় এই গণমিছিল নতুন গতি আনবে। তারা মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ ঐক্য পুনরুদ্ধার এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে এই গণমিছিল হবে একটি শক্তিশালী মোড় ঘোরা মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন