কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান এই কর্মসূচি ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালিভাঙ্গা ইউনিয়নে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
১৪ ডিসেম্বর (রবিবার) বিকেল ৪টা থেকে মুগাচর গ্রামে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের প্রিয় নেতা মারুফ ভাই।
১৫ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টা থেকে বড়কান্দা ইউনিয়নে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হবে। এখানেও নেতৃত্ব দেবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী, ড.খন্দকার মারুফ হোসেন ।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় দিবসের মর্যাদা ও দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় নেতৃবৃন্দ জানান, এসব কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং গণসংযোগ বৃদ্ধি করা হবে।