• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ পদায়ন ও বদলি

বিপ্লব সিকদার / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন সচিবালয় জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদায়ন ও বদলির সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের বিভিন্ন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি-পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের আলোকে মোঃ মনিরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে খুলনা অঞ্চলে পদায়ন হয়েছেন। মোহাম্মদ জিল্লুর রহমান বরিশাল, দিলীপ কুমার হাওলাদার খুলনা, জাকিয়া সুলতানা রংপুর ও রাজশাহী, সফিকুল ইসলাম রাজশাহী ও সিলেট, মোহাম্মদ সাইফুল ইসলাম নোয়াখালী ও চট্টগ্রাম, মোঃ তৌফিকুর রহমান পাবনা ও লালমনিরহাট, সৈয়দ আবু ছাইদ বগুড়া ও পাবনা এবং আছিয়া খাতুন বগুড়া থেকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ১৪ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে, অন্যথায় ১৫ ডিসেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন