• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধান বিচারপতি: আগের আপিল বিভাগের মতো প্রশ্নবিদ্ধ রায় চাই না

বিপ্লব সিকদার / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের শুনানির সময় এই মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় রাখা প্রয়োজন এবং কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিৎ। প্রধান বিচারপতি জানান, নতুন গঠিত আপিল বিভাগে এই মামলার শুনানি করলে অথবা দীর্ঘ মুলতবি করলে সব পক্ষই সুবিধা পাবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানে ৫৪টি ধারায় পরিবর্তন আসে। পরবর্তীতে জুলাই গণ–অভ্যুত্থানের পর সংশোধনী আইন ও এর ধারাসমূহের বৈধতা নিয়ে হাইকোর্টে দুটি রিট দায়ের হয়। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন