নির্বাচন কমিশন সারাদেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে সংশোধিত গেজেট প্রকাশ করেছে। ১১ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে হাইকোর্ট ও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে একটি আসন বৃদ্ধি এবং গাজীপুরে একটি আসন হ্রাসসহ সার্বিক পরিবর্তন আনা হয়েছে। আইনের বিধান অনুযায়ী দাবী–আপত্তি, শুনানি ও পর্যালোচনার পর সংশোধিত তালিকা চূড়ান্ত করা হয়।
সর্বশেষ সীমানায় কুমিল্লা জেলার মোট ১১টি আসনের কাঠামো অপরিবর্তিত রেখে প্রশাসনিক সামঞ্জস্য নিশ্চিত করা হয়েছে। গেজেট অনুযায়ী ২৪৯ থেকে ২৫৯ নম্বর পর্যন্ত কুমিল্লার প্রতিটি আসনের বিস্তৃতি বিস্তারিত নির্ধারণ করা হয়েছে।
কুমিল্লা-১ আসনে দাউদকান্দি ও মেঘনা, কুমিল্লা-২ এ হোমনা ও তিতাস, কুমিল্লা-৩ এ মুরাদনগর এবং কুমিল্লা-৪ এ দেবিদ্বার উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে। কুমিল্লা-৫ আসনে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং, কুমিল্লা-৬ এ আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস ও সদর দক্ষিণ উপজেলা রয়েছে। কুমিল্লা-৭ এর আওতায় চান্দিনা, কুমিল্লা-৮ এ বরুড়া, কুমিল্লা-৯ এ মনোহরগঞ্জ ও লাকসাম, কুমিল্লা-১০ এ নাঙ্গলকোট ও লালমাই এবং কুমিল্লা-১১ এ চৌদ্দগ্রাম উপজেলা রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সীমানা অনুযায়ীই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গেজেটের কপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।