• বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

একদিনে তিন জেলায় দুদকের অভিযান , ফাঁস অনিয়মের চিত্র

বিপ্লব সিকদার / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে অভিযান চালিয়ে সরকারি প্রকল্প, হাসপাতাল সেবা ও ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়মের চিত্র সামনে এনেছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) কুড়িগ্রাম, ঝিনাইদহ ও ঢাকার ধামরাই উপজেলায় পৃথক তিনটি অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
দুদক জানায়, কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় টিআর ও কাবিটা কর্মসূচির আওতায় প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে ২০২৪–২৫ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের তালিকা সংগ্রহ করা হয় এবং সেখান থেকে বাছাইকৃত ৮টি প্রকল্পের কাজ নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে পরিমাপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে যাচাই কার্যক্রম শুরু করা হয়েছে।
অন্যদিকে, ঝিনাইদহ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ বাইরে বিক্রি, চিকিৎসাসেবা দিতে হয়রানি এবং দালালচক্রের সক্রিয়তার অভিযোগে দুদকের আরেকটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। টিম ছদ্মবেশে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান যাচাই করে। অভিযোগ অনুযায়ী, অনেক রোগী হাসপাতাল থেকে প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ পাচ্ছেন না এবং আশপাশে দালালচক্র সক্রিয়ভাবে রোগী ভাগিয়ে নিচ্ছে—এমন তথ্য পাওয়া যায়। ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টারও খতিয়ে দেখা হয়েছে।
এদিকে, ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালায় দুদক। অভিযানে রেজিস্ট্রেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক জানিয়েছে, তিনটি অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও নথিপত্র বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া  হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন