• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এখন সময়ের দাবি মেঘনায় জুনিয়র বৃত্তি পরিক্ষায় ৯ শতাংশ নীরব অনুপস্থিতি: পরীক্ষার হলের বাইরে পড়ে রইল ভবিষ্যৎ আগামীকাল মেঘনায় আসছেন ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনায় অবৈধ করাত কলের দখল, প্রশাসনের নীরবতা রহস্যজনক দুদক অধ্যাদেশ ২০২৫: সংস্কারের নামে কতটা বাস্তব পরিবর্তন? কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সাদ্দামসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার তারেক রহমানের প্রত্যাবর্তনে জনসমুদ্র—কনকনে শীত ভেদ করে ইতিহাস গড়ার অপেক্ষা সিডিএতে প্ল্যান অনুমোদনে ঘুস ও হয়রানির অভিযোগে দুদকের অভিযান একদিনে তিন জেলায় দুদকের অভিযান , ফাঁস অনিয়মের চিত্র

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

বিপ্লব সিকদার / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুস লেনদেন, সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য, সেবা প্রদানে অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুদক, সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেবাগ্রহীতা রোগী, রোগীর স্বজন ও দাতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযানে হাসপাতালের বিভিন্ন সেবায় ঘুস লেনদেন, দালাল চক্রের সক্রিয়তা এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহে রোগীদের বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি যথাসময়ে সেবা না দেওয়া ও হয়রানির বিষয়েও ভুক্তভোগীদের অভিযোগ উঠে আসে।
অভিযানকালে সংগৃহীত নথিপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগসমূহের বাস্তব ভিত্তি রয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে। বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়।
দুদক জানিয়েছে, প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি হাসপাতালসহ স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন