ঢাকা: কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধ মাটি কর্তন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন কিংবা জমির মালিকের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি দিয়ে জমি ভরাট করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সায়রাত অনুবিভাগ) সাবেরা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলায় কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরি-স্তর কর্তন করছে, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এর ১৩ ধারা অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির উপরি-স্তর কর্তন বা রেকর্ডীয় মালিকের সম্মতি ছাড়া জমি ভরাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
এ অবস্থায় আইনটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে কৃষিজমি সুরক্ষা নিশ্চিত হবে এবং অবৈধ মাটি ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।