• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক মেঘনার সন্তান, কেন্দ্রে তাঁর রাজনীতি পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস নষ্ট উপজেলা মেঘনা : নষ্টালজিক উন্নয়ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প মেঘনায় সড়কহীন দড়িকান্দি দক্ষিণ পাড়া: পাঁচ দশকের অবহেলা বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

বিপ্লব সিকদার / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে ঘুষ নেওয়ার সময় যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
দুদক সূত্রে এ তথ্য  নিশ্চিত করা হয়েছে।  তিনি জানান, অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগকারী মো. নূরুন্নবী লিখিত অভিযোগে উল্লেখ করেন, পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম তাঁর কাছে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক ফাঁদ পেতেছে।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার বেলা দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘুষের জন্য নির্ধারিত ১ লাখ ২০ হাজার টাকা অভিযোগকারীর জিম্মায় দেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ওই টাকা প্রদান করেন। অভিযুক্ত কর্মকর্তা টাকা গ্রহণ করে নিজের টেবিলের ড্রয়ারে রাখেন।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কর্মকর্তার টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ওই ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরে নেওয়া হয়।
দুদক জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন