বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা একজন নেত্রী। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা ছিল সুদূরপ্রসারী এবং ইতিহাসসৃষ্টিকারী।মঙ্গলবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, বেগম খালেদা জিয়া কখনও গণতন্ত্র ও জনগণের স্বার্থের বাইরে আপস করেননি। দেশ ও জাতির স্বার্থরক্ষায় তিনি ছিলেন নির্ভীক, নীতিনিষ্ঠ ও আপসহীন প্রহরী। তাঁর নেতৃত্বে জাতি স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সাহস পেয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর ‘নতুন প্ল্যান’-এর মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়েছে গোটা বাংলাদেশ।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।