• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব সংবাদ দাতা / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সিলেট প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে আয়োজনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে’, ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু মোদের অধিকার’, ‘রুখে দেওয়ার সাধ্য কার’—এমন নানা স্লোগান দেন। এতে প্রশাসনিক ভবনের ভেতরে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাকসু নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে একটি মহল সক্রিয় হয়েছে। তাঁদের দাবি, গতকাল একজন ভিপি প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাইকোর্টে রিট দায়ের করেছেন। একই সঙ্গে জাতীয়বাদী শিক্ষক ফোরামের কয়েকজন শিক্ষক নির্বাচনে সহযোগিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন, যা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁরা কোনো প্রশাসনিক কার্যক্রম চলতে দেবেন না।
উল্লেখ্য, এর আগে বিএনপিপন্থী আটজন নির্বাচন কমিশনার শাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন। দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন বন্ধের দাবিতে রিট দায়ের এবং একই দিনে শাকসু নির্বাচন বাতিলসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের ইসি ভবন ঘেরাও কর্মসূচির ফলে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী, প্রার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন