শেষে এক সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে কার্যক্রম সমাপ্তি করা হয়।আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল বলেন, আমাদের প্রাণে বাংলাদেশটি এগিয়ে যাচ্ছে,এটা কিভাবে সহজে বুঝতে পারবে?এখন আমাদের সমাজের দিকে তাকালে তোমরা তাহা বুঝতে পারবে। ছাগলনাইয়া উপজেলা প্রায় ৮-১০টি সামাজিক সংগঠন সৃস্টি হয়েছে,এটাই উন্নত দেশের নমুনা।উন্নত দেশগুলোতেও এভাবে সামাজিক সংগঠন থাকে।তারা স্বেচ্ছাশ্রমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে।আমি তোমাদেরকে অনুরোধ করবো যে,মানব সেবা নিয়ে প্রতিযোগীতা থাকবে,কিন্তু হিংসা বিদ্বেষ থাকবে না।তোমাদের প্রত্যেকে নিজেদের জীবনকে মাদক মুক্ত একটি সুন্দর জীবন হিসেবে গড়ে তুলবে।জীবনে কোন সময়ে নিজেকে বেকার রাখবে না।কোন না কোন কাজে নিজেকে নিয়োজিত রাখবে।পড়ালেখার পাশাপাশি নিজেদের কর্মযোগ্যতা বৃদ্ধি করতে হবে।ধর্মীয় অনুভূতি মেনে চলবে, দেখবা তুমি দেশ ও দশের কাছে একজন গ্রহণযোগ মানুষ হিসেবে পরিচিতি পাবে।