সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীতে র্যাব-৭ এর বিষেশ অভিযানে বিদেশী অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন- তোসিফ করিম রিমন (২০) ও আমজাদ হোসেন রানা (২০)।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃজুনায়েদ জাহেদী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে নুরজাহান টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তোসিফ করিম রিমন ও আমজাদ হোসেন রানা নামে দুই যুবককে বিদেশী অস্ত্রসহ হাতেনাতে আটক করেন।এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান,অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃতরা হলেন- তোসিফ করিম রিমন (২০) ও আমজাদ হোসেন রানা (২০)।