সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শেখ রাসেল জাতীয় সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৫ সেপ্টেম্বর রোববার রাতে,ফেনীর মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অনুর্ধ্ব-১৮ বালিকা এককে পাবনা জেলার উর্মি আক্তার (২-০) সেটে গোপালগঞ্জ জেলার ফারভিন আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।এই পর্যায়ে মহিলাদের দ্বৈত খেলায় খুলনার সাথী ও লিজা জুটি (২-০) তে পাবনার উর্মি ও সিমলা জুটিকে (২-০) তে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।একই বেনুতে অনুর্ধ্ব-১৮ বালক এককে সিলেটের গৌরব সিং (২-০) সেটে চট্রগ্রামের সিবগাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।এই পর্যায়ে বালক অনুর্ধ্ব-১৮ দ্বৈত প্রতিযোগিতায় চট্র্রগ্রামের সিবগাত ও আকিব জুটি (২-১) সেটে সিলেটের গৌরব সিং ও মাঙ্গাল মৈবামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় অনুর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় চট্রগ্রামের জেরিন (২-০) সেটে পাবনার নাছিমাকে ও একই পর্যায়ের বালিকা দ্বৈত প্রতিযোগিতায় চট্রগ্রামের জেরিন ও ফারজানা জুটি (২-১) সেটে যশোরের ঐশী ও ইমু জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অনুর্ধ্ব-১৫ বালক এককে চট্রগ্রামের গাবিল (২-১) সেটে মাদারিপুরের জয়কে হারিয়ে ও একই পর্যায়ে বালক দ্বৈত প্রতিযোগিতায় মাদারিপুরের জয় ও রাসেল জুটি (২-১) সেটে গোপালগঞ্জের সাগর ও রিফাত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।প্রবীনদের মধ্যে দ্বৈত প্রতিযোগিতায় চট্রগ্রামের রাশেদ ও নাসাদ জুটি (২-১) সেটে একি জেলার হামিদ ও মাহমুদুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে শেখ রাসেল জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃরবিউল ইসলাম,ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী,ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা,ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমূখ।
খেলা শেষে প্রধান ও বিশেষ অতিথিগণ সকল বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে ট্রপি তুলেদেন।