১৬ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নং সাধারণ ওয়াডের্র উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামি ১৪ অক্টোবর। ইতিমধ্যে মোছা. রবিজা বেগম ও মোছা. সম্পা বেগম নামে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম।তিনি আরো জানান, এই উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। এই সংরক্ষিত আসনের জন্য সাধারণ তিন ওয়াডের্র ৫ হাজার ১শ ৪৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।উল্লেখ্য, এই সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা সদস্য মোছা. শেফালী বেগম মৃত্যুবরণ করায় আসনটি শুন্য হয় ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।