November 21, 2024, 5:57 pm

মেঘনার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গীস আক্তারের প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড গমন

২০ সেপ্টেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা :

মানিকারচর এল, এল, মডেল উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লার সহকারী শিক্ষক, নার্গীস আক্তার, হাতে- কলমে বিজ্ঞান শিক্ষার উচ্চতর প্রশিক্ষণের উদ্দেশ্যে নিউজিল্যান্ড গমন করেছেন। ওয়েলিংটন কলেজে প্রশিক্ষণ শেষে বর্তমানে তিনি অকল্যান্ড এর MIT(Manukau Institute of Technology)-তে প্রশিক্ষণ নিচ্ছেন।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন SESIP(Secondary Education Sector Improvement Program) এর আওতায় তাঁকে ৩০ জনের একটি গ্রুপের সাথে পাঠানো হয়েছে। কুমিল্লা জেলা থেকে একক ব্যক্তি হিসেবে তিনি এ সুযোগ লাভ করেছেন।
এ প্রশিক্ষণে সুযোগ পাওয়াতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর সুযোগ পেলে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে। এ জন্যে প্রয়োজন আধুনিক গবেষণাগার এবং উন্নত যন্ত্রপাতি। তিনি সকলের প্রতি শুভেচছা জ্ঞাপন করেছেন।
মেঘনা উপজেলার মোল্লাকান্দি গ্রামে তাঁর শ্বশুরালয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা