১৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
কারাবন্দি দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ অক্টোবর,রোববার বিকাল ৩ টায় ফেনী প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।
ফেনী জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক প্রভাষক এম এ খালেক, ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবীবুল্লাহ মানিক, আলা উদ্দিন গঠন,এয়াকুব নবী,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী,সদস্য মাহবুবুল হক রিপন,ফেনী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল,সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,ফেনী পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুইয়া,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ।এই সময় সমাবেশে ছাগলনাইয়া,ফুলগাজী,পরশুরাম, দাগনভূইঞাঁ ও সোনাগাজী উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।