১৭ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর পরশুরাম উপজেলাধীন বাউরক্ষুমা সীমান্ত এলাকা দিয়ে ১৬ অক্টোবর সন্ধ্যায় সংঘবদ্ধ মাদক প্রাচারকারীর একটি দল সীমান্তের ওপার থেকে ফেন্সিডিল প্রাচারকালীন,আমজাদ বিওপি ক্যাম্প কোম্পানী কমান্ডারের আওতাধীন বিজিবির একটি টহলরত দল ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এই সময় মাদক প্রাচারকারী চক্রের অন্য তিন সদস্য পালিয়ে যায়।বিজিবির হাতে আটককৃত মাদক ব্যবসায়ী পরশুরাম উপজেলার উত্তর বাউরক্ষুমা গ্রামের মোঃআব্দুল মান্নানের পুত্র,মোঃশুভ হোসেন (১৮)।আটককৃত মাদক ব্যবসায়ী ও তার কাছথেকে উদ্ধার করা ১০ বোতল ফেন্সিডিলসহ আরো তিন প্রাচারকারী মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী করে,বিজিবি বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের বিষয় নিশ্চিত করেছেন,ফেনী জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল নাহিদুজ্জামান বিজিবিএম,পিবিজিএম।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।