২৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
সাংবাদিক সম্মেলন মাধ্যমে গজারিয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের আওয়ামীলীগ কার্যালয় প্রঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসেন সরকার এ কাজ করেছেন। সাংবাদিকদের কে তিনি জানান গত ২২ অক্টোবর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: শাহআলম উপজেলা আওয়ামীলীগের লিখিত নির্দেশনা অমান্য করে বিতর্কিত ওয়ার্ড আওয়ামীলীগ কমিটি ঘোষনা করেছে। এই কাজে সংগঠন শৃঙ্খলা বিরোধী কার্য়কলাপ প্রমান হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ২২ অক্টোবর ঘোষিত কমিটিতে একাধিক ওয়ার্ডে সভাপতি ও সাধারন সম্পাদক পদে অনুপ্রবেশকারীদের স্থান দেয়া হয়েছে। তিনি জানান আজকের ঘোষিত ৯টি ওয়ার্ড আওয়ামীলীগ কমিটি একমাত্র আওয়ামীলীগ কর্মী নিয়ে গঠন করা হয়েছে। সাধারন সম্পাদক শাহআলম ঘোষিত কমিটির অনিয়মের বিরোধে গজারিয়া উপজেলা আওয়ামীলীগ মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ কমিটিতে অভিযোগ পাঠিয়েছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।