২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃআগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।সম্মেলনে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে যোগদান করার লক্ষে ২৪ অক্টোবর বেলা ১১ টায়, ছাগলনাইয়া পৌরসভার সম্মেলন কক্ষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে,সম্মেলন পূর্ব একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ছাগলনাইয়া পৌর আঃমীলীগের উদ্যোগে এই প্রস্তুতি সভাটির আয়োজন করেন,পৌর আঃমীলীগের সভাপতি ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম.মোস্তফা।
ছাগলনাইয়া পৌর আঃমীলীগের সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিনের সঞ্চালনায় ও পৌর মেয়র এম.মোস্তফার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা আঃমীলীগের সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যন মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার এনাম ও ফেনী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক।অনুষ্ঠানে পৌর ওয়ার্ড কাউন্সিলরগণ ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।