৪ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আ: হক সরকার :
কুমিল্লার হোমনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, লাইসেন্স না থাকা, ওজনে কমদেয়ার অপরাধে তিন বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আজ রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপ্তি হোমনা বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স বাচ্চু মিয়া বেকারীকে ৩০ হাজার, ভাই ভাই বেকারীকে ১০ হাজার ও রাজধানী বেকারীকে ৩০ হাজার টাকা জরিমান করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপ্তি চাকমা বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউ আইন ২০১৮ ধারায় তিন বেকারীকে ৭০ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।