১০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃদেশের বিভিন্ন অঞ্চলের মতো এবার ফেনীতেও আমন ধানের বাম্পার ফলন হয়েছে।বাজারে ধানের দাম কেমন হবে তা নিয়ে কিছুটা চিন্তিত থাকলে ও জমিতে ধানের বাম্পার ফলন দেখে মুখে হাসি ছিল কৃষকের।চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় এবং সময় মত পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জেলা ব্যাপী প্রত্যাশার চেয়ে বেশী ফলন ফলে ছিল মাঠে।চলতি বছর কৃষি সম্প্রসারণ বিভাগ প্রতি হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল দুই দশমিক ৭২ মেট্রিক টন এবং দেশি জাতের ক্ষেত্রে এক দশমিক ৬০ মেট্রিক টন।বাস্তবিক ক্ষেতে মাঠে ফসলের যে ফলন হয়েছে তা কৃষি সম্প্রাচারন বিভাগের লক্ষমাত্রাকে ছাড়িয়ে গেছে।মাঠে ফলা এই বাম্পার ফলন ঘরে তোলার ঠিক দিন কয়েক পূর্বেই সৃৃষ্ট ঘূূূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে,দুুই দিনের টানা বর্ষণে ও বয়ে যাওয়া মৃদু হাওয়া জমির সাথে লেপটে দিয়েছে মাঠের বেশীরভাগ ফসল।আশার চেয়ে ও অধীক ফসল ফলায় মনেথাকা স্বপ্ন আর মুুখে থাকা হাসি ম্লান হয়ে গেছে কৃৃষকের।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।