১০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
স্টাফ রিপোর্টার জামালপুর: বদলে গেছে দিনকাল , মিউটেশন এখন ডিজিটাল ” ভুমি সংক্রান্ত আইন জানুন, আপনার ভুমি নিরাপদ রাখুন ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকালে জামালপুর শহরের লুইজ পার্কে জেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছ, দক্ষ, জবাবতিহি ও জনবান্ধব ভুমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমর্চচা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় । ্ওই সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমি মন্ত্রণালয়ের সচিব মো: মাক্ছুদুর রহমান পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন , বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাকিম বিল্লা ফারুকী কাজল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, মুহাম্মদ বাকী বিল্লাহ , এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন , জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ । প্রধান বক্তা বলেন,ভুমিসেবা মানুষের মাঝে সহজ করে দিতে সরকারের সকল মহলের আন্তরিকতা আছে ।
তাই নিষ্ঠার সাথে জনগনের সেবক হয়ে সরকারের সকল কর্মকর্তাদের কাজ করতে হরে ।ভুমি অফিসের কোন কর্মকর্তা কাজ করার সময় কোথাও কোন অনৈতিক কাজের খবর পাওয়া গেলে তাকে আর চাকরী করতে হবে না জানিয়ে দিলেন । পরে আলোচনা শেষে উপস্থিতি সকলকে দুনর্ীতি, দু:শাসন, ঘুষ বিরোধী শপথ পাঠ করান ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।