January 11, 2025, 8:45 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি.কম, সোহাগ মজুমদার,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনে, জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ নভেম্বর ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন সদর সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি. জি।

পার্বত্যাঞ্চলে ২রা ডিসেম্বর শান্তিচুক্তির ২২তম বর্ষপুর্তি উপলক্ষে মাটিরাঙ্গা জোন বিভিন্ন কর্মসূচি গ্রহনের কথা উল্লেখ করে জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি বলেন,পাবর্ত্য অঞ্চলে একসময় সংঘাতময় পরিস্থিতি ছিল বর্তমান সরকারের আন্তরিকতায় ১৯৯৭সালের ২রা ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তির পর পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। বর্তমানে পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করছে। কিন্তু একটি মহল শান্তিচুক্তির ফল ভোগ করেও অশান্তি সৃষ্টির লক্ষ্যে পাহাড়ে অরাজকতা সৃষ্টি করে যাচ্চে তাহের এহেন কর্মকাণ্ডকে সফল হতে দিব না।

সোমবার ১৮ (নভেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে জোন সদরে অনুষ্ঠিত মাটিরাঙ্গা জোনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে প্রদান করেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.শামছুদ্দিন ভুঁইয়া,গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া,মাটিরাঙ্গা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ নাহিদ,খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুঁইয়া, মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক মো.আনোয়ার হোসেন ও মাটিরাঙ্গা বাজার কমিটির সাধারন সম্পাদক সোহাগ মজুমদার প্রমুখ।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মো. ইফতেখার রিয়াদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. তরিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারন সম্পাদক সুবাস চাকমা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও ছাড়াও শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সভা শেষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক অত্র জোনের পক্ষ থেকে ব্যাক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে আর্থিক অনুদান প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা