১৮ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :
মুন্সীগঞ্জের গজারিয়া অভিযান চালিয়ে জামালদী এসকে সিমেন্ট কারখানায় ভিতর থেকে ৮টন চোরাই তার জব্দ করেছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার জামাদী এলাকা থেকে এসকে সিমেন্ট ইন্ডাস্ট্রির কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ৮টন বিদ্যুতের তার উদ্ধার করা হয় যার অানুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। অভিযান পরিচালনা কালে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি ৩ এর উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৪০), রিকু ওরফে রিন্টু (৩৬), গোলাম মাওলা (৫০), হুমায়ূন (৫৫)।
এ ব্যাপার গজারিয়া থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।