১৬ ডিসেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : আজ মহান বিজয় দিবস । সারা দেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালন করা হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে
প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়।
সকালে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,
বাংলাদেশ পুলিশ, আনসার, ভিডিপি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিশু সংগঠন, ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ,অভিবাদন গ্রহণ,
শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ,
শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয় ছিল “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার,”। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করে উপজেলা নির্বাচন অফিস, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়,
গ্রাম বাংলার ঐতিহ্য বাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,
।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, সহকারী কমিশনার ভূমি কামরুল আহসান , উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেম ইটালী, মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা আক্তার, সহ মুক্তি যোদ্ধা বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তা বৃন্দ।
এ দিকে দিবস টি উপলক্ষে উপজেলা পরিষদ ভবন , থানা কম্পাউন্ড ভবন টি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছিল । বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে দিবস টি উপলক্ষে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।