১৮ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
আগামী রোববার (২২ ডিসেম্বর) ঘোষিত হতে পারে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল।
বুধবার (১৮ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ২২ ডিসেম্বর (রোববার) দুপুর আড়াইটায় কমিশনের ৫৭তম সভা অনুষ্ঠিত হবে। ওইসভার প্রথম এজেন্ডা- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোটের তারিখ নির্ধারণ। সভা থেকে ভোটের সিদ্ধান্ত এলে ওই দিনই তফসিল ঘোষণা হতে পারে।
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, এরই মধ্যে ভোটের প্রস্তাবনা তৈরি করে কমিশনের কাছে দেয়া হয়েছে। প্রস্তাবনায় ভোটের তারিখ ফাঁকা রাখা হয়েছে। রোববারের আলোচনায় সিদ্ধান্ত আসলে ফাঁকা জায়গায়গুলো ভোটের তারিখ দিয়ে পূরণ করা হবে। এরপর তফসিল ঘোষণা হবে।
জাগরণ
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।