January 11, 2025, 3:00 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

হোমনায় চিরকুট লিখে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

২৯ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় ‘বিপদ সংকেত’ চিরকুট লিখে সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শাজু একটি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। এই ঘটনায় সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সাংবাদিক শাজু জানান, হোমনা পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন সাহা মার্কেটে ঘাস ফড়িং নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস রয়েছে।

রবিবার দিবাগত রাতে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে বাসায় চলে যান। এরপর সোমবার দুপুর ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান খুললে তিনি মেঝেতে একটি চিরকুট দেখতে পান। এরপর চিরকুট খুলে দেখেন সেখানে লেখা রয়েছে ‘বিপদ সংকেত’।

পরে এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

তিনি আরও জানান, আমার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত বিরোধ নেই। হয়তো কোন সংবাদ প্রকাশের জের ধরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হুমকিস্বরূপ এই চিরকুটটি দোকানে রেখে গেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ বলেন, এই ঘটনায় সাংবাদিক শাজু একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তার জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা