৯ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :’ বিজয় দিবস কাপ ‘২০১৯, কাবাডি খেলায় রানার্সআপ হয় মেঘনা কাবাডি ক্লাব ফলে ইতিহাসে প্রথম এই অর্জন করেছে মেঘনার যুবারা। জাতীয় পর্যায়ের কোন খেলায় এত বড় অর্জন এই প্রথম। মেঘনাবাসী এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমান। গর্বিত মেঘনাবাসী। ৬ ফেব্রুয়ারি গত বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্ট্যাডিয়ামে বিজয় দিবস কাপ কাবাডি খেলায় প্রতিযোগিতা ২০১৯ এর ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ মহিলা কাবাডি দল ও মেঘনা কবাডি ক্লাবের যুবারা অংশগ্রহণ করেন। মেঘনা কাবাডি ক্লাব রার্নাস আপ হয়।এ সময় উপস্থিত কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া, মেঘনার কৃতি সন্তান গাজী মোজাম্মেল হক (অতিরিক্ত ডি আই জি) মেঘনা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, টিম ম্যানেজার মেঘনা থানা অফিসার ইনচার্জ আঃমজিদ, কোচ জসিম উদ্দিন,প্রমুখ। এ সাফল্য কে উৎসর্গ করেছেন মেঘনার সকল মাদক বিরোধীদের।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।