৯ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এইচ কে হাসনা আক্তার, মেঘনা :আগামী মঙ্গলবার কুমিল্লার মেঘনা উপজেলায় আসছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন, আলোচনা সভা, ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ (অবঃ) সুবিদ আলী ভুইয়া, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সভাপতি- ম্ রুহুল আমিন, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক – রোশন আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান স্থপতি শফিকুল আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।