July 14, 2025, 6:53 pm
সর্বশেষ:
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহিদ আজাদ উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা

” বসন্ত বাতায়ন “: এইচ কে হাসনা আক্তার

১৩ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : আজ দক্ষিনা বাতাস বহিতে শুরু করেছে।
আজ ফাগুনেরা আগুনে পুড়াতে ধরায় এসেছে।
তোমার উঠোনে ও কী বসন্ত বাতাসের ছড়াছড়ি।
ফুলকলিরা ‘ সব ঘুমের দেশ ছেড়ে জেগেছে শাখায় শাখায়।
ভ্রমরের গুঞ্জনে ঝিরিঝিরি সুরের মাখামাখি।
তুমি কি এখনো জানো না বসন্ত এসে গেছে।
দখিনা বাতায়ন খুলে গেছে।
কুকিলের আনাগোনা, মিষ্টি সুরে ধরাতল ভেসে গেছে।
চোখের ভিতর নেশা নেশা ঘুমেরা স্বপ্নের জাল বুনতে শুরু করছে।
মেঘেরা সাঁতরিয়ে আকাশে প্রতিযোগীতা শুরু করেছে।
উপচে উপচে ডেউ খেলছে প্রেমিকার কালো কেশ।
বক কনেরা অযথায় পাখা নাড়ায়,
রংতুলিরা ব্যস্ত হয়ে পরেছে ক্যনভাসে।
তুমি কি এখনো ও জানো না বসন্ত এসে গেছে।
শিল্পীরা মাতামাতি,ভালোবাসার রঙে মাখামাখি।
সরষে ফুলের পরাগ মেখে, রমনীর শরীর হয়ে গেছে হলুদ পাখি।
অযথায় ভালো লাগা, তীব্র আবেগের ডেউ খেলা মনে জোয়ারে ভাসে।
তুমি কি এখনো ও জানো না বসন্ত এসে গোছে।
কবিরা লিখতে বসে গেছে বসন্তের কবিতা,গায়কদল গাইতে শুরু করেছে।
প্রেমিক প্রেম রচনাতে ব্যস্ত,
শীতের কুয়াশা বিদায় নিয়েছে,
শীতের বুড়ি চাদর নিয়ে পালিয়েছে।
তুমি কি এখনো ও জানো না বসন্ত এসে গেছে।
ঝড়না ধারা ঝমঝমিয়ে।ঝরছে,
নদীরা জোয়ার ভাটায় চলছে
গাছেরা সবুজে সবুজে সাজিয়ে নিচ্চে নিজেদের।
কৃষ্ণচুড়া, পলাশ, টগর মাধবী লতা দোলছে
তুমি কি এখনো জানো না বসন্ত এসে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা